Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক বিভাগে হস্তান্তর নগরিয়া

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদ্য প্রকাশিত নিউজলেটার ‘নগরিয়া’ নাগরিকদের ঘরে ঘরে পৌঁছানোর জন্য ডাক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশান নগর ভবনে প্যানেল মেয়র মোহাম্মদ জামাল মোস্তফা ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শবনম মুস্তারী রিক্তার কাছে আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর করেন।
‘নগরিয়া’ হস্তান্তরকালে প্যানেল মেয়র বলেন, নাগরিক সেবা সহজ করতে এই নিউজলেটারটি প্রকাশ করা হয়েছে। উন্নত বিশ্বের প্রায় প্রতিটি শহরে এ ধরণের নিউজলেটার থাকলেও বাংলাদেশ এটি প্রথম। এতে অনেক তথ্য রয়েছে যা নাগরিকদের বিভিন্ন সময়ে প্রয়োজন হবে। যেমন হোল্ডিং ট্যাক্স কিভাবে নির্ধারিত হয়, কিভাবে হোল্ডিং ট্যাক্স রেয়াত পাওয়া যায়, সেবা পাওয়ার প্রয়োজনীয় নম্বর ইত্যাদি তথ্য ‘নগরিয়া’র প্রথম সংখ্যায় রয়েছে। আর জনগণের হাতে তথ্য থাকলে একদিকে যেমন সেবা পাওয়া সহজ হবে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। ডিএনসিসি’র প্রতিটি হোল্ডিং নম্বরের ঠিকানায় এক কপি করে ডাকযোগে ‘নগরিয়া’ পর্যায়ক্রমে বিনামূল্যে পাঠানো হচ্ছে। ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শবনম মুস্তারী রিক্তা বলেন, ‘নগরিয়া’ জনগণের কাছে পৌঁছানোর জন্য ডাক বিভাগ প্রয়োজনীয় সকল সেবা প্রদান করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাক বিভাগ

২৫ ডিসেম্বর, ২০২০
৩ নভেম্বর, ২০২০
১৫ সেপ্টেম্বর, ২০২০
১৯ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ