গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাক বিভাগের চালানের একটি ব্যাগ থেকে দুই হাজার ৩৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাক বিভাগের চার কর্মচারীকে আটক করা হয়েছে। তাদের নামপরিচয় এখনো জানা যায়নি। গতকাল বুধবার বিমানবন্দরের নিরাপত্তা স্ক্যানের সময় ব্যাগের মধ্যে থাকা এসব ইয়াবা ধরা পড়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, বুধবার সকাল সাতটার দিকে বিমানবন্দরের ৮ নং হ্যাংগার গেটে ডাক বিভাগের পোস্ট অফিসের একটি মালামাল স্ক্যানিং করার সময় এভিয়েশন সিকিউরিটির (এভসেক) স্ক্যানার এ এস জি সুলতান মাহমুদ একটি ব্যাগের ভেতর ইয়াবা সদৃশ বস্তু শনাক্ত করেন। এরপর তিনি ঊর্ধ্বতনদের বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে দুই হাজার ৩৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যাগ বিমানবন্দরে নিয়ে আসা ডাক বিভাগের চার কর্মচারীকে আটক করা হয়। তিনি আরো বলেন, আটক চারজন বাহক হিসেবে ইয়াবাগুলো নিয়ে এসেছেন। আমরা তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করেছি। যেহেতু তারা পোস্ট অফিসের থেকে মালামাল নিয়ে সরকারি বাহক হিসেবে এসেছে, তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।
যাচাই শেষ সংশ্লিষ্টতা পেলে আটকদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে। যদিও তারা যে ব্যাগ নিয়ে এসেছেন সেই ব্যাগের গায়ে মালিকের নাম আছে। অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।