মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারো ইউরোপের জন্য স্বতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে রাশিয়ার সঙ্গে যৌথভাবে একটি স্বতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা চিন্তা করতে হবে। প্রেসিডেন্ট ম্যাখোঁ প্যারিস সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, ইউরোপের স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য রাশিয়া ও তুরস্কের মতো কাছের দেশগুলোর সঙ্গে আমরা কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে পারি। এর আগে গত সোমবার ফরাসি প্রেসিডেন্ট বিভিন্ন দেশে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূতদের সমাবেশে বলেছিলেন, নিজের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ইউরোপের উচিত হবে না। তিনি বলেন, আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব আমাদেরকেই নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েন শুরু হয় এবং দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। প্যারিস জলবায়ু চুক্তি ও ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের একতরফা বেরিয়ে যাওয়ার পাশাপাশি ন্যাটো জোটের বাজেট ও ইউরোপীয় পণ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক বৃদ্ধির ঘটনায় দু’পক্ষের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।