Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছাড়াও আগামীকাল বলিউডের ‘রাজমা চাওয়াল’ এবং ‘স্ত্রী’ চলচ্চিত্র দুটি মুক্তি পাচ্ছে। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ মুক্তি পাচ্ছে পেন ইন্ডিয়া লিমিটেড, সানি সাউন্ড প্রাইভেট লিমিটেড এবং ইন্টারকাট এন্টারটেইনমেন্টের ব্যানারে। অ্যাকশন কমেডি ফিল্মটি প্রযোজনা করেছেন সানি দেওল, কামায়আনি পুনিয়া শর্মা এবং আরুশি শর্মা। নবনিয়াত সিংয়ের পরিচালনায় অভিনয় করেছেন সানি দেওল, ধর্মেন্দ্র, ববি দেওল, কৃতি খারবান্ডা, আসরানি, সতীশ কৌশিক, রাজেশ শর্মা এবং অতিথি ভূমিকায় আছেন সালমান খান, সোনাক্ষি সিনহা, শত্রæঘন সিনহা এবং রেখা। সঙ্গীত পরিচালনা করেছেন সঞ্জীব-দর্শন, সচেত-পরম্পরা, বিশাল মিশ্র এবং ডি সোলজার্য। স্যাডক ফিল্মস এবং ডিটুআর প্রাইভেট লিমিটেডের ব্যানারে মুক্তি পাবে ড্রামা ফিল্ম ‘স্ত্রী’। ফিল্মটি প্রযোজনা করেছেন দিনেশ বিজন। অমর কৌশিকের পরিচালনায় অভিনয় করেছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, অপরশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি, পঙ্কজ ত্রিপাঠী এবং একটি নৃত্যদৃশ্যে নোরা ফতেহি। সঙ্গীত পরিচালনা করেছেন সচীন সাঙ্ঘবি এবং জিগার সারাইয়া। সারথীই’র ব্যানারে মুক্তি পাচ্ছে ফ্যামিলি কমেডি ‘রাজমা চাওয়াল’। ফিল্মটি প্রযোজনা করেছেন অসীম বাজাজ, গুলাব সিং তানভার এবং লীনা যাদব। লীনা যাদবের পরিচালনায় অভিনয় করেছেন অনিরুধ তানভার, আমায়রা দাস্তুর, ঋষি কাপুর, অপরশক্তি খুরানা, মুকেশ ছাবড়া, মনু ঋষি চাদা, রাজা হাসান এবং জিতেন্দ্র শাস্ত্রী। হিতেশ সোনি সঙ্গীত পরিচালনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ