Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কট অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী হয়েছেন স্কট মরিসন। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি পিটার ডাটন এবং জুলি বিশপকে পরাস্ত করেছেন। শুক্রবার সকালে লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনের ভোটাভুটিতে ত্রিমুখী লড়াইয়ে জয়ী হন টার্নবুলের ঘনিষ্ঠ সহযোগী মরিসন। খবর এসবিএস অস্ট্রেলিয়ার। ‘স্কোমো’ বলে পরিচিত অস্ট্রেলিয়ার নতুন এই প্রধানমন্ত্রী ২০১৫ সাল থেকে কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। অভ্যন্তরীণ এক ভোটে সদ্য অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে যাওয়া পিটার ডাটনকে ৪৫-৪০ ভোটে হারিয়ে মরিসন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এনার্জি মিনিস্টার জশ ফ্রাইডেনবার্গ ডেপুটি লিডার হিসেবে কোনও ধরনের প্রতিদ্ব›িদ্বতা ছাড়াই নির্বাচিত হয়েছেন বলে জানান সরকারের চিফ হুইপ নোলা মারিনো। তবে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার স্কট মরিসন এখনও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। প্রধানমন্ত্রীর দৌড়ে হেরে গিয়ে সদ্যসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন বিরোধী প্রার্থীর জয়লাভকে স্বাগত জানিয়ে তার প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন। নেতৃত্বের কোন্দলে গত কয়েক দিন ধরে নানা নাটকীয়তার মধ্যে টার্নবুলের পদ খোয়ানোর বিষয়টি বৃহস্পতিবার রাতেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, তিনি এখন সরকার বাঁচানোর কাজে মনোযোগ দেবেন। সদ্য সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দেশটির পার্লামেন্ট থেকে পদত্যাগ করার অপেক্ষায় আছেন। বিগত এক দশক ধরে রাজনৈতিক নেতৃত্বের সংকটে ভুগছে অস্ট্রেলিয়া। স¤প্রতি দেশটির কোনও প্রধানমন্ত্রী সফলভাবে পূর্ণ তিন বছর মেয়াদ শেষ করতে পারেননি। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ