Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরশাদের উপদেষ্টা ঝালকাঠির এমএ কুদ্দুস খান

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ঝালকাঠি জেলা জাতীয় পার্টির কো-অর্ডিনেটর কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এম এ কুদ্দুস খানকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। গত ১৭ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ নিয়োগ প্রদান করেন। জেনারেল এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এম এ কুদ্দুস খান ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি গ্রামের আলহাজ্ব মো. মানিক খানের জ্যেষ্ঠ ছেলে। তিনি রমজানকাঠি কৃষি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঝালকাঠি প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য। কুদ্দুস খান ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। তিনি ২০১২ সালে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এবং ২০১৩ সালে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী নির্বাচিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী। তিনি বেশ কয়েক বছর জাতীয় বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে জাতীয় অলিম্পিক এ্যাসোসিয়েশনের সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝালকাঠি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ