Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা জরুরি

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বর্ষাকাল কেবল শুরু হলো। এর মধ্যেই ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে। চিকিৎসা নিয়েছেন অসংখ্য লোক। আমরা যদি একটুখানি সচেতন হই, তাহলে অনেকাংশে এই রোগ প্রতিরোধ সম্ভব। বাসাবাড়ি, অফিসে যেসব জায়গায় পানি জমে থাকে, সেসব জায়গা পরিস্কার রাখলেই হয়। ফুলগাছের টব, নারিকেলের খোসা, টায়ার, জানালার কার্নিশ, এসি, ফ্রিজের ট্রে ইত্যাদি জায়গায় পানি জমে থাকতে পারে। এসব জায়গা থেকেই এডিস মশার বংশ বৃদ্ধি পায়। ওষুধ দিয়ে মশা তাড়ানো যায়। তবে সব মশার ওষুধই কমবেশি স্বাস্থ্যের ক্ষতি করে। জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। কয়েকদিন অপেক্ষা করতে হবে। কিছু জ্বর এমনিতেই সেরে যায়। তাই অহেতুক ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সচেতন থাকলে ডেঙ্গু থেকে নিজেকে রক্ষা করা মোটেও কঠিন কিছু নয়।
মুহাম্মদ শফিকুর রহমান
বানারীপাড়া, বরিশাল

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু প্রতিরোধ


আরও
আরও পড়ুন