Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ৬:৪৪ পিএম

ডেঙ্গু প্রতিরোধে এবার মাঠে নামবে ছাত্রলীগ। আগামী ৪, ৫ ও ৬ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে মাঠে নামবে। এতে ছাত্রলীগের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাঠে নামার আহ্বান জানানো হয়েছে।

বুধবার ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রকোপ মহামারী আকার ধারণ করেছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার এই উদ্ভুত সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৪, ৫ ও ৬ আগস্ট ‘ফাইট টুডে লাইভ টুমোরো’ স্লোগানকে সামনে রেখে ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন কর্মসূচির মধ্যে রয়েছে- ছাত্রলীগের নিজ নিজ ইউনিটের আওতাভূক্ত এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীদের জন্য রক্তদান কর্মসূচি গ্রহণ (৫ আগস্ট), মশক নিধনের লক্ষ্যে গ্রুপিং ও স্প্রে কার্যক্রম, ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও র‌্যালি এবং ডেঙ্গু জ্বর প্রতিরোধে ইউনিটভিত্তিক সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত সব মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজকে এই কর্মসূচি পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু প্রতিরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ