Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম বন বিভাগের কর্মসূচি পালন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিধনে চট্টগ্রাম বন বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর নন্দনকাননস্থ ফরেস্ট হিলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগ, দক্ষিণ বন বিভাগ, বন ব্যবস্থাপনা বিভাগ, বন ব্যাবহারিক, উপক‚লীয় বন বিভাগ, চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক যৌথভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এ সময় অফিস আঙ্গিনা, আবাসিক ভবন এলাকা, সংলগ্ন এলাকা ও আশে পাশে এডিস মশা নিধন ও ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও এডিস মশা মুক্ত রাখা এবং সকলকে এলাকার পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের উপ বন সংরক্ষক ও ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির, বন ব্যবহারিক বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের পরিচালক মতলুবুর রহমান, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোছাইন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক শওকত ইমরান আরাফাত, চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ রেজাউল আলম, বন ব্যবহারিক বিভাগের রেঞ্জ কর্মকতা মোঃ মিজানুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ