প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদের সিনেমা মুক্তি নিয়ে তোড়জোর চলছে। চলচ্চিত্র পাড়ায় এখন বইছে ঈদের আমেজ। এই ঈদে মুক্তি পাঁচটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের সিনেমাকে ঘিরে প্রেক্ষাগৃহের মালিক, কর্মচারী, কর্মকর্তা, বুকিং এজেন্টদের আনাগোনা বেড়েছে সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসগুলোতে। কত টাকায় এমজি (মিনিমাম গ্যারান্টি), কত কমিশনে সিনেমা প্রেক্ষাগৃহে উঠবে তা নিয়ে হলের মালিক ও প্রযোজকদের মধ্যে চলছে দর-কষাকষি। ঈদে মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য সিনেমাগুলো হচ্ছে, ক্যাপ্টেন খান, বেপরোয়া, মনে রেখ, জান্নাত ও আমার প্রেম আমার প্রিয়া। শাকিব খানের সিনেমার প্রতি হল মালিক, পরিবেশকদের মধ্যে আগ্রহ বেশি। তার সিনেমার অগ্রিম বুকিং চলছে। এরই মধ্যে ক্যাপ্টেন খান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কার্যালয়ে ভিড় শুরু হয়ে গেছে। সর্বাধিক হলে মুক্তি পেতে পারে সিনেমাটি। এ ছাড়া জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বেপরোয়া সিনেমারও বুকিং শুরু হয়েছে। জাজ জানিয়েছে, প্রায় ৮০টি হলে বেপরোয়া মুক্তির পরিকল্পনা আছে তাদের। বাকি সিনেমাগুলোর বুকিং এখনো শুরু না হলেও মনে রেখ ৪০টি, জান্নাত ৩৫টি আমার প্রেম আমার প্রিয়া ৩০টি হলে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।