Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমা মুক্তিকে কেন্দ্র করে অনন্তর সেবামূলক কাজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের সিনেমা মুক্তি মানেই দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা। তার একটি সিনেমা মুক্তি নিয়ে যে তার আরও কত কর্মকাণ্ড বৃদ্ধি পায়, তা অন্যকোনো সিনেমার মুক্তির ক্ষেত্রে দেখা যায় না। তার সিনেমা মুক্তিকে কেন্দ্র করে রয়েছে, তার সেবামূলক কর্মকাণ্ডও। এবারের ঈদে দিন: দ্য ডে নামে তার যে সিনোটি মুক্তি পেয়েছে, এটিকে কেন্দ্র করে শুধু প্রচার-প্রচারণাই নয়, অনন্ত ও বর্ষা নানাবিধ কর্মকাণ্ডেও জড়িয়েছেন। যেমন এক প্রতিবন্ধী ভক্তের চিকিৎসায় দুই লাখ টাকা প্রদান এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে বিনামূল্যে সিনেমাটি দেখার সুযোগ করে দেয়া। সর্বশেষ তারা উদ্যোগ নিয়েছেন, হুইলচেয়ার ক্রিকেটার ও ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ প্রতিবন্ধীকে সিনেমাটি দেখানোর। অনন্ত বলেন, ড্রিম ফর ডিজ্যাবিলিটি ফাউন্ডেশন ১০০ জন প্রতিবন্ধী ও হুইল চেয়ার ক্রিকেটারা আমাদের দিন: দ্য ডে সিনেমাটি দেখবেন। তারা আমন্ত্রণ জানিয়েছেন আমাকে ও বর্ষাকে। আমাদের সঙ্গে সিনেমাটি দেখার অনুরোধ জানিয়েছেন তারা। এ বিষয়টি নিয়ে আমি যমুনার ব্লকবাস্টারের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি এবং তারা তাদেরকে সিনেমাটি বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে। আজ সন্ধ্যা ৬টায় আমি ও বর্ষা তাদের সঙ্গে সিনেমাটি দেখবো। সবাই মিলে সুন্দর সময় কাটবে বলে আশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা মুক্তিকে কেন্দ্র করে অনন্তর সেবামূলক কাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ