Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমা মুক্তি দেয়া নিয়ে জোট করলেন শাকিব!

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সিনেমা হলের ওপর একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য বিস্তার খর্ব করতে ১০টি প্রযোজনা প্রতিষ্ঠানকে নিয়ে জোট করেছেন চিত্রনায়ক শাকিব। জোটবদ্ধ হওয়া একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্র জানায়, নতুন সিনেমা মুক্তি দেয়ার ক্ষেত্রে একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমা হলগুলোতে প্রজেক্টর মেশিন সরবরাহ ও ভাড়া দিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। এ প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে নতুন সিনেমা মুক্তি দেয়া প্রায় অসম্ভব। ফলে প্রযোজনা সংস্থাটির ইচ্ছা-অনিচ্ছা এবং অনেকটা স্বেচ্ছাচারিতার প্রযোজকরা জিম্মি হয়ে আছেন। এর কবল থেকে মুক্তি পাওয়ার জন্য শাকিব উদ্যোগী হয়ে এই জোট গঠন করেছেন। শাকিবের নিজস্ব প্রযোজনা সংস্থা এস কে ফিল্মস-এর নেতৃত্বে থাকবে। অর্থাৎ এখন থেকে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রযোজকরা সিনেমা মুক্তি দিতে পারবেন। জোটবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে হার্টবিট প্রোডাকশন্স, টিওটি ফিল্মস, রানা প্রোডাকশন্স, সজিব ফিল্মস, আলী ফিল্মস ও সুনান মুভিজ। জোটবদ্ধ একটি প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, কোনো সিনেমা হল যদি তাদের প্রতিষ্ঠানের সিনেমা প্রদর্শনে অসম্মতি জানায়, তবে পরবর্তীতে ঐ হল কখনোই তাদের সিনেমা পাবে না। আগামী ঈদে নতুন গঠিত এই জোটের মাধ্যমে মুক্তি দেয়া হবে জোটের প্রথম সিনেমা শুটার। রাজু চৌধুরী পরিচালিত সিনেমাটি প্রযোজনায় করেছে রানা প্রোডাকশন্স। এই জোটের অন্যতম লক্ষ্য হচ্ছে, একসঙ্গে সিনেমা নির্মাণ করা। সিনেমা নির্মাণ করে জোটের অধীনে মুক্তি দেয়া। এখন দেখার বিষয় হচ্ছে, এই জোট বা সিন্ডিকেট কতদিন টিকে থাকে। কারণ চলচ্চিত্রে এমন অলিখিত সিন্ডিকেট অতীতে অনেকবার হয়েছে। শেষপর্যন্ত তা বিফল হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা মুক্তি দেয়া নিয়ে জোট করলেন শাকিব!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ