প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন বছরে নুসরাত ইমরোজ তিশা অভিনীত তিনটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। সিনেমা তিনটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় হলুদ বনি ও ফাগুন হাওয়ায়। অন্যটি ‘শনিবার বিকেল। যৌথ প্রযোজনায় শনিবার বিকেল জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়ালও প্রযোজনা করেছে। এরইমধ্যে সিনেমাটির কাজ শেষ হয়েছে। তিশা জানান, প্রতিটি সিনেমার গল্প আলাদা। তিনটি সিনেমার মধ্যে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ফাগুন হাওয়ায় ৮ই ফেব্রুয়ারি মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত। ভাষা আন্দোলনের ওপর নির্মিত সিনেমাটি দর্শক পছন্দ করবেন বলে আশা করছি। এরপর ইমপ্রেস ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের হলুদ বনি উপন্যাস অবলম্বনে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর শনিবার বিকেল মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।