প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফ এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে থেকে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। নাম ‘ফিল্ম ফ্যাক্টরী ইন নিউইয়র্ক’। তিনি তার চ্যানেলে প্রায়ই লাইভে আসেন। সেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন। সম্প্রতি এক লাইভে এসে জানিয়েছেন দেশ ছেড়ে কেন তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে তখন সিনেমা হচ্ছিল না। বাংলাদেশে থাকলে কিছু করে খেতে হবে। সিনেমা বানালে লোকসান হত। ‘ছিন্নমূল’ নামে একটি সিনেমা রিলিজের তিন মাস আগে ১৪ ফেব্রুয়ারি ২০১৬ সালে মুক্তির দিন ঠিক করেছিলাম। একটি বড় নির্মাতা প্রতিষ্ঠান সিনেমাটি আসতে দেয়নি। আমাদের বলেছিল, আমরা রিলিজ করতে না দিলে কীভাবে করবেন? আব্বাকে (কাজী হায়াৎ) তাদের কথা শুনে আমাকে বলল, আমার আর বয়স নাই, আমি চাই না তুমি যুদ্ধ করো। চলে যাও আমেরিকা। এই কারণেই চলে এসেছি। মারুফ জানিয়েছেন, বর্তমানে তিনি ‘গ্রীন কার্ড’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন। এটি তার ইউটিউব চ্যানেলে মুক্তি দিবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।