Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারের ঈদেও সিনেমা মুক্তি অনিশ্চিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

করোনার প্রকোপ বেড়ে যাওয়া এবং কঠোর লকডাউনের কারণে এবারের ঈদেও সিনেমা মুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। কোরবানির ঈদে কোনো সিনেমা মুক্তির সম্ভাবনা দেখছেন না প্রযোজক ও প্রদর্শকরা। মুক্তির তালিকায় বেশকিছু সিনেমা থাকলেও প্রযোজকরা মুক্তি দিতে দ্বিধা করছেন। একদিকে লকডাউন আরেক দিকে সিনেমা হল খোলা নিয়ে অনিশ্চয়তার কারণে তাদের মধ্যে শঙ্কা কাজ করছে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত নতুন সিনেমা লিডার- আমিই বাংলাদেশ ঈদে মুক্তি দেয়া উপলক্ষে দ্রুত নির্মাণ কাজ চলছিল। ৭০ শতাংশ কাজ শেষে লকডাউনের কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে গেছে। ফলে এটি আগামী ঈদে মুক্তি পাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। ঈদে প্রেক্ষাগৃহ খোলা থাকলে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। এমনকি ঈদের প্রথম সপ্তাহে যদি মুক্তি দেয়ার পরিস্থিতি না থাকে, তাহলে স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় সপ্তাহে মুক্তি দেয়ার কথাও তারা ভাবছেন। এছাড়া, প্রযোজক-পরিচালক মো. ইকবাল ঈদে তার নির্মাণাধীন সিনেমা রিভেঞ্জ মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিলেন। এ অনুযায়ী সিনেমাটির শুটিং এগিয়ে নিচ্ছিলেন। লকডাউনের কারণে এর শুটিং বন্ধ হয়ে গেছে। ফলে সিনেমাটি মুক্তি না পাওয়ার সম্ভাবনা বেশি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত অন্তরাত্মা সিনেমাটি রোজার ঈদে মুক্তির কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে তা মুক্তি দিতে পারেননি। কোরবানি ঈদে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমান করোনা পরিস্থিতির কারণেও এটি এখন মুক্তি দেয়া সম্ভব হবে না। ওয়াজেদ আলী সুমন বলেন, এবারো ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার সম্ভাবনা আমি দেখছি না। সিনেমা হল বন্ধ থাকবে। মুক্তি দেব কোথায়। এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, দেশের মানুষকে আগে বাঁচতে হবে। তারপর সিনেমা দেখার বিষয়। লোকজন যদি বের হতে না পারে আমরা সিনেমা হল খুলে কি করবো? সরকার যে বিধিনিষেধ দিয়েছে সেগুলো তো আমাদের মানতে হবে। যদি লকডাউন শিথিল করে সেক্ষেত্রে আমরা সিনেমা হল চালু রাখার সিদ্ধান্ত নিবো। এর আগে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা মুক্তি অনিশ্চিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ