Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়াতুল মোদার্রেছীন ফটিকছড়ি উপজেলা কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ৪:১৯ পিএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা কমিটি নবায়নকল্পে গতকাল মঙ্গলবার দুপুরে একসভা আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা কাজী মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে নাজিরহাট আহমদীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মুহাম্মদ মুসলেহ উদ্দীন আহমদ মাদানী। বক্তব্য রাখেন নাজিরহাট আহমদিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান হাবীব, অধ্যক্ষ মোঃ নুরুল আমীন,মাওলানা মোঃ আব্দুল মালেক,মাওলানা মোঃ শহিদ উল¬াহ,মাওলানা মোঃ আব্দুল মালেক আশরাফি,মাওলানা মো. মোরশেদ রেজা কাদেরী প্রমূখ। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সালাম শরীফিকে সভাপতি,আলহাজ্ব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদকে সাধারন সম্পাদক,আলহাজ্ব মাওলানা আব্দুল মালেককে সাংগঠনিক সম্পাদক,মাওলানা মোরশেদ রেজা কাদেরীকে প্রচার সম্পাদক,মাওলানা মোহাম্মদ আলীকে দপ্তর সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ মুসলেহ উদ্দীন আহমদ মাদানী বলেন,বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি বলেন জমিয়তুল মোদার্রেছীনের মাধ্যমে সারাদেশের হাজার হাজার মাদ্রাসার শিক্ষক কর্মচারী ঐক্যবদ্ধ, যার উদাহারন সরোয়ারর্দী উর্দ্যনের জমিয়তুল মোদার্রেছীনের মহা সমাবেশ। তিনি প্রতিটি উপজেলায় যেভাবে ১টি স্কুল ও ১টি কলেজ সরকারীকরণ হচ্ছে সেভাবে ১টি করে মাদ্রাসাকেও সরকারী করণের দাবী জানান। একই সঙ্গে শিক্ষকদের পূর্ণাঙ্গ বোনাস,ইনক্রিমেন্ট,শিক্ষা জাতীয় করণের জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ