Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের আটটি ফিল্ম মুক্তি পাবার কথা কাল

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

আগামীকাল বলিউডের ‘পেইজ সিক্সটিন’, ‘পাখি’, ‘লাশতাম পাশতাম’, ‘বিশ্বরূপ টু’, ‘রেডরাম– আ লাভ স্টোরি’, ‘অটল ফায়সলা’ এবং ‘হিল ভিউ ভিলা’ ফিল্মগুলো মুক্তি পেতে পারে। শেষ পর্যন্ত এর মধ্যে কয়েকটির মুক্তির তারিখ যে পেছাবে তা নিঃসন্দেহে বলা যায়। দুর্গেশ পাল প্রডাকশন্স এবং ভিলভারা এন্টারটেইনমেন্টের ব্যানারে সাইকোলজিকাল থ্রিলার ‘রেডরাম –আ লাভ স্টোরি’ মুক্তি পাবে। প্রযোজনা করেছেন দুর্গেশ পাল সচদেব এবং বরুণ ভিলভারা। সৌরভ বালি এবং ধ্রুব সচদেবের পরিচালনায় অভিনয় করেছেন সায়িদা ইমতিয়াজ, বিভব রায় এবং টম আল্টার। এর সঙ্গীত পরিচালনা করেছেন অগস্ত্য, অনুরাগ মোহন এবং আগমন। ‘পেইজ সিক্সটিন’ মুক্তি পাবে রাজ আমন প্রডাকশনের ব্যানারে। হরর থ্রিলারটি প্রযোজনা করেছেন শাহজাদ পাঠান। শামশাদ পাঠানের পরিচালনায় অভিনয় করেছেন আসিম আলি খান, বিদিতা বাগ, মাস্টার আয়ান, বানি, শিবানী, শাহজাদ পাঠান, জাকির হুসেন এবং নাত্থা। সঙ্গীত পরিচালনা করেছেন আসিফ চান্দ্বানি। সচীন গুপ্ত পরিচালিত ক্রাইম ড্রামা ‘পাখি’তে অভিনয় করেছেন সুমিত কান্ত কওল, অনামিকা শুক্লা এবং পিহু। মানব ভাল্লা পরিচালিত প্যাট্রিয়টিক ড্রামা ‘লাশতাম পাশতাম’-এ অভিনয় করেছেন বিভব রায়, ইশিতা দত্ত এবং তিসকা চোপড়া। কমল হাসান পরিচালিত অ্যাকশন ফিল্ম ‘বিশ্বরূপ টু’তে অভিনয় করেছেন কমল হাসান, রাহুল বোস, পূজা কুমার এবং আন্দ্রেয়া জেরেমিয়া। প্রফুল্ল শ্রীবাস্তবা পরিচালিত ক্রাইম থ্রিলার ‘হিল ভিউ ভিলা’তে অভিনয় করেছেন কিরণ আচারিয়া, বিক্রম শর্মা, এবং গৌরব জিত। আবদুল সাত্তার পরিচালিত ড্রামা ‘অটল ফায়সলা’তে অভিনয় করেছেন এজাজ খান, সুশীল বশিষ্ঠ এবং শীতল কালে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ