Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুখের রহস্য জানতে . . .

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

সুখের রহস্য কী ? এ কোর্সের মাধ্যমে তা অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি। আর তা শিক্ষার্থীদের মধ্যে এতোই জনপ্রিয়তা পেয়েছে এটাকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় কোর্স স্থান করে নিয়েছে। কোর্সটির প্রাতিষ্ঠানিক নাম মনোবিজ্ঞান ও ভালো জীবন। বিশ্ববিদ্যালয়ে কোর্সটি এতো জনপ্রিয়তা পেয়েছে যে, আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে প্রতি চার জনের একজন এই ক্লাসে নিবন্ধন করেছেন। কোর্স পরিচালনা করছেন মনোবিজ্ঞানের অধ্যাপক লৌরি সান্তোস। তিনি জানান, ১৭০১ সালে প্রতিষ্ঠিত ইয়েল ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। শিক্ষক জানান, এই কোর্সের শিক্ষার্থী হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টের মধ্যে থাকে আরও বেশি কৃতজ্ঞতাবোধ, উদারতামূলক কর্মকান্ড বাড়ানো এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি করা। কোর্সের বাস্তবিক পরামর্শও দেয়া হয়। যেগুলোর মধ্যে রয়েছে সন্তোষজনক ক্যারিয়ার নির্বাচন এবং ফাঁপা ও অর্জনের সন্তুষ্টিকে আলাদা করা।
সিনিয়র শিক্ষার্থী রেবেকাহ সিলিয়েজার বলেন, আমাদের মনে সবচেয়ে বেশি থাকে গ্রেড, চাকরি, শিক্ষা জীবন থেকে সম্ভাব্য বেতন। কিন্তু এখন আমি সত্যিকার অর্থেই চেষ্টা করি বর্তমান সময় ও আশেপাশের মানুষের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে। কোর্সের জনপ্রিয়তা ও চাহিদার কথা বিবেচনা করে সবার জন্য বিনামূল্যে চালু করা হচ্ছে। আগ্রহীরা পড়ঁৎংবৎধ.ড়ৎম ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে কোর্স সম্পন্ন করতে পারবেন। - পজিটিব নিউজ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুখ

২ নভেম্বর, ২০২২
১৯ আগস্ট, ২০২২
৮ মার্চ, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ