Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাজমা রোগীদের জন্য সুখবর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ফুসফুসের রোগে যারা ভুগছেন, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে তাদেরকে সুখবর দিয়েছে ডান্ডি ইউনিভার্সিটির শ্বাসপ্রশ্বাস গবেষণা বিভাগের চেয়ার প্রফেসর জেমসন চ্যালমারস। এমন রোগীদের চিকিৎসায় প্রথমবারের মতো ট্যাবলেট আকারের একটি ওষুধের ট্রায়াল দিচ্ছেন তিনি। অনুমোদিত হলে তা হবে এক যুগান্তকারী ওষুধ। এ খবর দিয়েছে ব্রিটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রোঙ্কিকটাসিস থেকে ফুসফুসের এয়ারওয়েজ বা বাতাস চলাচলের পথে এত বেশি শ্লেষা বা কফ সৃষ্টি হয় যে, তার জন্য রোগী বুকের সংক্রমণে ভোগেন। অনেক সময় তাদেরকে শয্যাশায়ী করে ফেলে। এর কোনো জানা প্রতিকার নেই। সময়ের সঙ্গে সঙ্গে এই অবস্থা ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি টিস্যুগুলোকে ভেঙে ফেলতে পারে। তাতে হতে পারে রক্তক্ষরণ। এমন হলে রোগী শ্বাসপ্রশ্বাস চালাতে পারেন না। পরিণামে মৃত্যু নেমে আসে। এখন পর্যন্ত এমন অবস্থার একটিমাত্র চিকিৎসা হলো রোগীদেরকে শ্বাসপ্রশ্বাস নেয়ার এক্সারসাইজ করানো এবং এন্টিবায়োটিকের ব্যবহার। কিন্তু এক্ষেত্রে নতুন একটি পিল বা ট্যাবলেট এসেছে। এর নাম ব্রেনসোকাতিব। এটা নতুন আশা দেখাচ্ছে বলে মনে করেন ডান্ডি ইউনিভার্সিটির শ্বাসপ্রশ্বাস গবেষণা বিভাগের চেয়ার প্রফেসর জেমসন চ্যালমারস। তার উদ্যোগে বর্তমানে ব্রেনকোকাতিবের ট্রায়াল চলছে। তিনি বলেন, বর্তমানে যে চিকিৎসা ব্যবস্থা আছে, তা রোগীদের জন্য এক বিরাট বোঝা। অনেককে দিনে কয়েক ঘন্টা এক্সারসাইজ বা ব্যায়াম করতে হয়। এন্টিবায়োটিক ইনহেল করতে হয়। তাই নতুন এই ট্যাবলেটটি যদি অনুমোদিত হয়, তাহলে এটা হবে এই চিকিৎসায় এক যুগান্তকারী ওষুধ। ট্যাবলয়েড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাজমা রোগীদের জন্য সুখবর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ