প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাহেব (জিমি শেরগিল) আগের পর্বে দুই বছরের জন্য জেলে যায়। বিবি মাধবী (মাহি গিল) এর মধ্যে সাহেবের রাজনীতি কুক্ষিগত করে এবং এমএলএ হিসেবে নির্বাচিত হয়। তার হাতে এলাকার সব ক্ষমতা। সাহেব জেল থেকে মুক্তি পেয়ে দেখে তার রাজ্য হাতছাড়া হবার পথে। স্বাভাবিকভাবেই বিবির ওপর তার কোনও আস্থা নেই। আস্থা না থাকলেও বিবি সন্তানসম্ভবা হয়। পাশাপাশি নিজের আখের গোছাবার জন্য মাধবী এখনও যে কোনও পুরুষকে নিজের জালে ফেলে । লন্ডন সফরে উদয়ের (সঞ্জয় দত্ত) সঙ্গে মাধবীর পরিচয় হয়। উদয় রাশান রুলেত খেলায় পারদর্শী, যে খেলায় রিভলভারের চেম্বারে একটি গুলি রেখে দুই প্রতিদ্বন্দ্বী নিজের নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগার টেপে। শেষ পর্যন্ত যে বেঁচে থাকে সেই জয়ী হয়। মাধবী উদয়কে সাহেবের সঙ্গে রাশান রুলেত খেলতে রাজি করায়। কিন্তু সাহেবও এতে বোকা নয়, সে আঁচ করতে পারে কী ঘটাবার চেষ্টা চলছে।
বলিউড শীর্ষ পাঁচ
১ সাহেব, বিবি অওর গ্যাংস্টার
২ ধাড়াক
৩ সঞ্জু
৪ সুরমা
৫ নওয়াবজাদে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।