Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের ‘ফান্নে খান’ মুক্তি পাচ্ছে কাল

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আগামীকাল ‘ফান্নে খান’ সহ বলিউডের পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অন্য চারটি ফিল্ম হল- বিরাম’, ‘মুল্ক’,’পিহু’ এবং ‘কারওয়ান’। রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স এবং টি-সিরিজ সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে ড্রামা ফিল্ম ‘ফান্নে খান’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা, ভূষণ কুমার অনিল কাপুর, পি. এস ভারতী, রাজীব ট্যান্ডন. কৃষণ কুমার, কুসুম অরোরা এবং নিশাত পিট্টি। অতুল মান্জরেকারের পরিচালনায় অভিনয় করছেন অনিল কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন, রাজকুমার রাও, দিব্য দত্ত এবং পিহু সান্দ। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী এবং ত-নিষ্ক বাগচী। সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট এবং বেনারস মিডিয়া ওয়ার্ক্স প্রডাকশনের ব্যানারে ‘মুল্ক’ মুক্তি পাচ্ছে। পলিটিকাল ড্রামা ধারার ফিল্মটি প্রযোজনা করেছেন দীপক মুকুট এবং অনুভব সিনহা। অনুভব সিনহার পরিচালনায় অভিনয় করেছেন তাপসী পান্নু, ঋষি কাপুর, প্রতীক বাব্বর, নীনা গুপ্ত, রজত কাপুর, মনোজ পাহভা, আশুতোষ রানা, প্রাচী শাহ, বর্তিকা সিং এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রসাদ সাস্তে এবং অনুরাগ সায়কিয়া। বাকি তিন ফিল্মের মধ্যে ড্রামা ‘কারওয়ান’ পরিচালনা করেছেন আকর্ষ খুরানা; অভিনয় করেছেন ইরফান খান, দুলকার সালমান, মিথিলা পালকর এবং কৃতি খারবান্দা। ত্রিভাষিক হিস্টোরিকাল অ্যাকশন ফিল্ম ‘বিরাম’ পরিচালনা করেছেন জয়রাজ; অভিনয় করেছেন কুণাল কাপুর, শিবজিত নাম্বিয়ার, হিমার্শা ভেঙ্কটস্বামী এবং দিবিনা ঠাকুর। সোশাল থ্রিলার ‘পিহু’ পরিচালনা করেছেন বিনোদ কাপরি; অভিনয় করেছেন প্রেরণা বিশ্বকর্মা এবং পিহু মায়রা বিশ্বকর্মা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ