রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এসএম জাকির হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার নাগর নদের কোল ঘেঁষে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালিয়েছে।
এ দিন ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের পূর্ব সুখানগাড়ী এলাকায় আব্দুল হামিদের স্ত্রী বারিউন নাহারের সদ্য নির্মাণাধীন পাকা বাড়ির পিলারসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে দেন। সেই সাথে নদের কোল ঘেঁষে ভবিষ্যতে অবৈধ নির্মাণ না করারও নির্দেশ দেন।
উল্লেখ্য, বারিউন নাহার নাগর নদ দখল করে কোল ঘেঁষে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ শুরু করে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওই নদ দখল করে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ কাজ বন্ধ ও তা অপসারণ করার জন্য নোটিশ প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী এসএম জাকির হোসেন জানান, নাগর নদের তলদেশের জায়গা অবৈধভাবে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।