Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর আবেদন

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

আমি শাহাদৎ হোসেন চৌধুরী (মিন্টু) একজন প্রতিবন্ধী। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আপনার নেতৃত্বে দেশ ক্রমশই এগিয়ে যাচ্ছে। আপনার কর্মপ্রচেষ্টায় দেশ এখন উন্নয়নের মহাসড়কে দন্ডায়মান। তারপরেও দেশের মানুষের একটি অংশ অন্য অংশের চেয়ে অর্থিকভাবে অসহায় অবস্থায় আছে। কিছু সংখ্যক প্রতিবন্ধী ছাড়া অধিকাংশই কোনো কর্মসংস্থান করতে পারে নাই। তারা খুব কষ্টে দিনাতিপাত করছে। মাত্র ৬০০ টাকা করে তাদের ভাতা প্রদান করা হচ্ছে। তাই আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করে কমপক্ষে ২০ হাজার টাকা করে দিতেন তাহলে সন্তানদের লেখাপড়া ও স্ত্রী সন্তানদের নিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারতাম। আমার এ আবেদন সহৃদয়তার সাথে বিবেচনা করলে বাধিত হবো।
শাহাদৎ হোসেন চৌধুরী (মিন্টু)
নবাবগঞ্জ, ঢাকা ।



 

Show all comments
  • রনি মিয়া ২ আগস্ট, ২০১৮, ১:০৪ পিএম says : 0
    শাহাদৎ হোসেন চৌধুরী (মিন্টু) ভাইয়ের কথা মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণ ভাবে কার্যকর করতে পারলে অনেক ভালো হতো। তবে যারা এখনো লেখাপড়া করতেছে তাদের আরো একটু সুযোগ সুবিধা বেশি দিলে আমি নিজে উপকৃত হতাম। আমি নিজেও একজন প্রতিবন্ধী। আমার কম্পিউটার চালানোর অভিঙ্গতা আছে। এবার আমি এইচ.এস.সি পাশ করলাম। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে একটা ছোট খাটো চাকুরী ও দিতো তাহলে আমার গরীব বাব-মা কে নিয়ে খেয়ে পরে চলতে পারতাম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধী

১৪ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন