Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

মাদারীপুর থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ৬:৫৩ পিএম

মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে মোসা. নাসরিন আক্তার-(২২) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সিডি খাঁন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসরিন উপজেলার চরফতে বাহাদুর ইউনিয়নের দক্ষিণ সিডিখান গ্রামের হানিফ চৌকিদারের মেয়ে।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত ওই নাসরিন দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছেন। এ কারণে তার পরিবার তাকে সবসময় বেশি খেয়ালে রাখতেন। কিন্তু শুক্রবার ভোরে নাসরিন হঠাৎ করে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুরে একা হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে নাসরিনের লাশ উদ্ধার করে।
চরফতে বাহাদুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার জানান, মানসিক প্রতিবন্ধী নাসরিন ভোরে পরিবারের সবার চোখ ফাকি দিয়ে পানিতে ডুবে মারা গেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আমরা জেনেছি পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ