Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক বিভাগের সেবার মূল্য বৃদ্ধি

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

হঠাৎ করেই বাংলাদেশের ডাক বিভাগ তাদের বিভিন্ন সার্ভিসের মূল্য বৃদ্ধি করেছে। দেশের বিভিন্ন ডাকঘরে গিয়ে দেখা যায় সে রকমই চিত্র। গ্রাহকরা এটা নিয়ে বেশ অসন্তুষ্ট। ডাক বিভাগের কর্মকর্তারা হঠাৎ বিভিন্ন ডাকটিকিট, খাম, পোস্ট কার্ড ইত্যাদির বাড়তি দাম নেওয়া শুরু করেছেন। একটি পোস্ট কার্ড এতদিন ১.৫ টাকায় বিক্রি হতো, হঠাৎ করে সেটা ২.৫০ টাকা নেওয়া শুরু করেছে। অথচ পোস্ট কার্ডের গায়ে তার মূল্য লেখা আছে ১.৫ টাকা। আবার ছোট হলুদ খামগুলো এত দিন বিক্রি হতো তিন টাকা করে, এমনকি গায়ে তিন টাকা মূল্যও লেখা আছে অথচ গ্রাহকের কাছ থেকে বর্তমানে নেওয়া হচ্ছে পাঁচ টাকা করে। জানতে চাইলে ডাক কর্মকর্তারা বলেন, পাঁচ টাকার নিচে বর্তমানে কোনো চিঠি যাবে না। সরকারি নির্দেশনা আসছে। হঠাৎ করে এমন নির্দেশনা কোথা থেকে এলো তা বোধগম্য নয়। যদি মূল্য বৃদ্ধিই করা হয় তাহলে সংশ্লিষ্ট টিকিট বা খামে সে মূল্য লেখা থাকবে না কেন? তাই যদি হয়, ২০ পয়সা বা ৫০ পয়সার ডাকটিকিট কেন রাখা হয় ডাকঘরে? সারা দেশে এভাবে ডাকসেবা পেতে গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছে। গ্রাহকরা এখনো সঠিক তথ্য জানে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর।



 

Show all comments
  • রাজিব আহসান ২১ আগস্ট, ২০১৯, ১০:১১ এএম says : 0
    ডাক কার্ড মুলও বৃদ্ধিকনো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূল্য বৃদ্ধি


আরও
আরও পড়ুন