গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আন্তর্জাতিক বাজার ও তেল পাচারের অজুহাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরবর্তীতে পরিবহন ধর্মঘট, গণপরিবহন ও লঞ্চের ভাড়া বৃদ্ধির মাধ্যমে লুটেরাদের স্বার্থ রক্ষায় সরকার ব্যস্ত বলে অভিযোগ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন,
বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি আগুনে ঘি ঢালার শামিল। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন ভাড়া বৃদ্ধি মানুষের ওপর নতুন নিপীড়ন এবং তা অত্যাচারের শামিল।
নেতৃদ্বয় বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে মূল্য সমন্বয়ের নামে ডিজেল-কেরোসিন ও এলপিজি’র দাম বাড়ানোর কথা বলছে গণবিরোধী সরকার অথচ যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে তখন মূল্য সমন্বয় করে দাম কমানো হয় না। বরং সরকার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মুনাফার নামে লুটপাটে ব্যাস্ত থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।