Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়াও যেখানে বাংলাদেশের পেছনে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

বিদেশের মাটিতে ২০০৯ সাল বাংলাদেশ দলের জন্য সুখ জাগানিয়া স্মৃতির উপলক্ষ। সে বছর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ নয় বছর পর বিদেশের মাটিতে আবারও সিরিজ জয়ের আনন্দ উপহার দিল মাশরাফি বিন মুর্তজার দল। সত্যি বলতে, ২০১৫ বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে বাংলাদেশ বেশ ধারাবাহিক দল। এই সময়ে জয়ের হারে তাঁরা টপকে গেছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেই!
২০১৫ বিশ্বকাপ বাংলাদেশের জন্য ছিল দারুণ এক টুর্নামেন্ট। গ্রæপ পর্বের খেরোখাতায় লেখা আছে, ছয় ম্যাচ খেলেছিল বাংলাদেশ। আসলে তা ৫ ম্যাচ। কারণ, বৃষ্টির বাগড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। তো, সেই পাঁচ ম্যাচের তিনটিতে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মাশরাফির দল। এই পারফরম্যান্সটুকু পরবর্তী সময়ে ওয়ানডেতে বাংলাদেশকে যে ধারাবাহিক করে তুলবে, কে জানতো!
সেই বিশ্বকাপ থেকে এই তিন বছরে ৭০টি ওয়ানডে ম্যাচ খেলেছ অস্ট্রেলিয়া। এর মধ্যে তারা জিতেছে ৩৪ ম্যাচ। জয়ের হার ৪৮ শতাংশের কাছাকাছি। বাংলাদেশ ঠিক এখানেই টপকে গেছে অস্ট্রেলিয়াকে। ২০১৫ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত ৫০ ম্যাচ খেলে ২৬টিতে জিতেছে বাংলাদেশ। অর্থাৎ জয়ের হার ৫২ শতাংশ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকে এই তিন বছরে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও ৫০ ওভারের সংস্করণে বাংলাদেশের মতো এতটা ধারাবাহিক না!
সব মিলিয়ে এটি বাংরাদেশের ২২তম ওয়ানডে সিরিজ জয়। তাও আবার যেন তেন ভাবে নয়, একেবারে আর সিরিজ জয়ের পাশাপাশি সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস, সেরা বোলিং ইনিংস আর সর্বোচ্চ দলীয় ইনিংসে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাট হাতে দুটি সেঞ্চুরি করে দুর্দান্ত খেলেছেন তামিম ইকবাল, হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়।
২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতে নেয়। দেশের বাইরে বাংলাদেশ প্রথম সিরিজ জেতে ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। এবার বিদেশের মাটিতে ৯ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। দেশের বাইরে এটি বাংলাদেশের পঞ্চম সিরিজ জয়। এছাড়া দেশের মাটিতে জিতেছে ১৭টি সিরিজ। ঘরের মাঠে বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জেতে ২০১৬ সালের অক্টোবরে, আফগানিস্তানের বিপক্ষে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ