Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দুদের ছাগল খাওয়া উচিত নয় : চন্দ্র

ছাগলকে ‘মা’ বলে ডাকতেন মহাত্মা গান্ধী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 মহাত্মা গান্ধী ছাগলকে ‘মা’ বলে ডাকতেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা চন্দ্র কুমার বসু। এক টুইটার বার্তায় এ দাবি করেন তিনি। স¤প্রতি চন্দ্রের এমন টুইটের পর শুরু হয়েছে বিতর্ক। অন্য কোনো মহল থেকে প্রতিক্রিয়া আসার আগে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায় এই মন্তব্যের প্রতিবাদ করেছেন। এ ধরনের ভুল তথ্য প্রচার করার ব্যাপারে চন্দ্র বসুকে সতর্ক করে দিয়েছেন তিনি। এর আগেও তথাগতর সঙ্গে টুইট যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন চন্দ্র বসু। সেবার বিজেপির ভেতরের কথা নিয়ে টুইট করেন চন্দ্র। প্রতিক্রিয়া দিয়ে তথাগত বলেন, ‘দলের ভেতরের আলোচনা বাইরে নিয়ে আসা ঠিক নয়।’ এবার ফের দুইজনের মধ্যে শুরু হল টুইট বিতর্ক। নেতাজি সুবাস চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু টুইটে লেখেন, ‘গান্ধীজি আমার দাদু শরৎচন্দ্র বসুর বাড়িতে থাকার সময় ছাগলের দুধ খেতে চাইতেন। তিনি হিন্দুদের স্বার্থরক্ষা করতেন এবং ছাগলকে মা জ্ঞান করতেন।’ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে। এ নিয়েই গেরুয়া শিবিরের অভিযুক্তদের আক্রমণ করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের নাতি চন্দ্র কুমার বোস। নিজেদের পরিবারের ইতিহাস উদ্ধৃত করে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, গান্ধীজী প্রায়ই কলকাতায় আমার দাদা শরৎ চন্দ্র বোসের এক নাম্বার উডবার্ন পার্কের বাড়িতে আসতেন। তিনি ছাগলের দুধ খেতে অভ্যস্ত ছিলেন। সেই কারণেই আমাদের বাড়িতে দুটি ছাগল পোষা হয়েছিল। দুধ খাওয়ার জন্য ছাগলকে মায়ের আসনে বসিয়েছিলেন হিন্দুদের রক্ষাকর্তা গান্ধীজী। হিন্দুদের সেই ছাগলের (পাঁঠা) গোশত খাওয়া উচিত নয়। বাংলা বিজেপির সহসভাপতি চন্দ্র কুমার বোসের এই টুইটের জবাব দিয়েছেন তথাগত রায়। রাজ্যের সাবেক বিজেপি সভাপতি তথা ত্রিপুরার রাজ্যপাল চন্দ্র কুমার বোসের টুইটের রিটুইটে লিখেছেন, আপনার কথা অনুসারে ছাগল মাতা। এমন কথা কখনও গান্ধীজী বা আপনার দাদা কেউই কখনও বলেননি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান্ধী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ