মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে দলিত স¤প্রদায়ের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। দলিতদের সঙ্গে ঝাড়ু হাতে এলাকার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন তিনি। গত শুক্রবার এ ঘটনা ঘটে।
সম্প্রতি রাজ্যটিতে কৃষকদের আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়। তাঁকে রাখা হয়েছিল একটি গেস্ট হাউসে।
আটকের পর ওই গেস্ট হাউসে প্রিয়াঙ্কার ঘর ঝাড়ু দেওয়ার একটি ছবি প্রকাশিত হয়। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে মন্তব্য করেন। তিনি বলেন, ‘জনগণ তাঁদের এ ধরনের কাজের উপযোগী মনে করে।’
আদিত্যনাথের এমন মন্তব্যের পরে গত শুক্রবার দলিত সম্প্রদায়ের এলাকায় ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছিলেন প্রিয়াঙ্কা। এ কাজ আত্মমর্যাদার প্রতীক বলে মন্তব্য করেছেন তিনি। এ নিয়ে টুইটও করেন প্রিয়াঙ্কা। তিনি জানান, বাল্মীকি মন্দিরগুলোয় পরিচ্ছন্নতা অভিযানে নামবেন তার দলের সদস্যরা।
আদিত্যনাথের মন্তব্যের বিষয়ে প্রিয়াঙ্কা দলিত শ্রেণির মানুষের উদ্দেশে বলেন, ‘তিনি ওই কথা বলে শুধু আমাকে অপমান করেননি; পরিচ্ছন্নতার কাজে জড়িত কোটি কোটি দলিত ভাইবোনকেও অপমান করেছেন।’
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমি আপনাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতার কাজ করতে এখানে এসেছি। আর যোগীজিকে এটাও জানাতে এসেছি যে ঝাড়ু হাতে কাজ করাও আত্মমর্যাদার।’ সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।