মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসামে আগামী ৩০ জুলাই এনআরসি’র চূড়ান্ত খসড়া প্রকাশের পর সম্ভাব্য অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে আসাম নাগাল্যান্ড সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে নাগাল্যান্ড সরকার। এছাড়া রাজ্য সরকার জনগণের উপর ‘হামলা’ ঠেকাতে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। নাগাল্যান্ডের চিফ সেক্রেটারি তেমজেন টোয়ের সভাপতিত্বে বুধবার স্বরাষ্ট্র ও পুলিশ বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া যায়, সেটি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। তারা জানিয়েছেন রাজ্য পুলিশ নাগাল্যান্ড-আসাম সীমান্তে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) ইউনিটসহ অতিরিক্ত সদস্য মোতায়েন করছে। কেন্দ্র থেকে এরইমধ্যে ২২০০০ জনেরও বেশি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। এনআরসি প্রকাশকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে আসাম ও আশেপাশের রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বাহিনীকে পাঠানো হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, “রাজ্য সরকার গ্রাম কাউন্সিলগুলোতেও চিঠি পাঠাচ্ছে, যাতে তারা সতর্ক থাকে এবং কোন অবৈধ অভিবাসীদের তাদের এলাকায় প্রবেশের সুযোগ না দেয় বা তাদেরকে কোন ধরনের কাজে নিয়োগ না দেয়”। ডেপুটি কমিশনারদের এ রকম নির্দেশও দেয়া হয়েছে যাতে তারা বাড়ির মালিকদের সতর্ক করে দেয় এবং নির্দেশনা দেয়, যাতে তারা সন্দেহভাজনকে কাউকে পরিচয় নিশ্চিত না হয়ে বাসা ভাড়া না দেয়। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।