Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপোরোজিয়ে অঞ্চলে প্রায় ৭ কিলোমিটার গভীরে অগ্রসর হয়েছে রুশ সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ৭:০৮ পিএম | আপডেট : ৭:০৯ পিএম, ২১ জানুয়ারি, ২০২৩

রাশিয়ার সশস্ত্র বাহিনী গত ২৪ ঘন্টায় জাপোরোজিয়ে দিক থেকে ৭ কিলোমিটার গভীরে অগ্রসর হয়েছে, ‘ইউ আর টুগেদার উইথ রাশিয়া’ আন্দোলনের প্রধান ভ্লাদিমির রোগভ শনিবার বলেছেন।

‘গত ২৪ ঘন্টায়, আমাদের বাহিনী ৭ কিলোমিটার গভীরে অগ্রসর হয়েছে,’ তিনি তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘অন্তত সাতটি বসতি চূড়ান্ত মুক্তির প্রক্রিয়ায় রয়েছে।’ তিনি আরও উল্লেখ করেছেন যে, ‘ইউক্রেনীয় পক্ষ ১৫-মিমি ন্যাটো শেল সহ তীব্র গোলা সঙ্কট অনুভব করছে।’

শুক্রবার, রোগভ জাপোরোজির দিকে সংঘাতের তীব্র বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তিনি এর আগে বলেছিলেন যে, চারটি বসতি অপারেশনাল নিয়ন্ত্রণে নেয়া হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছিলেন যে, বাধাপ্রাপ্ত রেডিও যোগাযোগ অনুসারে, এ এলাকায় ইউক্রেনীয় বাহিনী আর্টিলারি এবং ড্রোনের অভাব অনুভব করে, যা তাদের পিছু হটতে বাধ্য করতে পারে।

উপরন্তু, জাপোরোজিয়ে অঞ্চলের লভকোভয়ে শহর মুক্ত করা হয়েছে বলে শুক্রবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষনা করেছে। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ