Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ডোনেৎস্কে হাজার হাজার ইউক্রেনীয় সেনা বন্দী রয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৫ পিএম

ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, ডোনেৎস্কে কয়েক হাজার ইউক্রেনীয় সৈন্যকে যুদ্ধের সময় বন্দী ও আটক করে রাখা হয়েছে।

সোমবার রসিয়া-২৪ টিভি নিউজ চ্যানেলে তিনি বলেন, ‘ডোনেৎস্কে হাজার হাজার যুদ্ধবন্দী রয়েছে।’

পুশিলিনের উপদেষ্টা ইয়ান গ্যাগিন ১৬ ফেব্রুয়ারী জানান যে, কিছু ইউক্রেনীয় যুদ্ধবন্দী বিনিময়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং এ অঞ্চলে সৃষ্ট ক্ষতি মেরামত করার প্রচেষ্টায় অংশ নিতে স্বেচ্ছাসেবক হয়েছেন।

গত ১ নভেম্বর ২০২২-এ পুশিলিন বলেছিলেন যে, ডিপিআর কর্তৃপক্ষ ইউক্রেন থেকে সর্বাধিক সংখ্যক যুদ্ধবন্দীর দেশে ফিরিয়ে আনার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরও জোর দিয়ে বলেছিলেন যে, প্রস্তাবিত বিনিময় তালিকায় পর্যাপ্ত যুদ্ধবন্দী রয়েছে। তিনি যোগ করেছেন যে, ইউক্রেন শুধুমাত্র ‘সবচেয়ে উচ্চ-প্রোফাইল ব্যক্তিত্ব’ বিনিময় করতে আগ্রহী ছিল, যা উল্লেখযোগ্যভাবে বিনিময় আলোচনাকে ধীর করে দিয়েছে। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনা বন্দী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ