Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের চারটি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আগামীকাল বলিউডের ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার থ্রি’, ‘নওয়াবজাদে’, মৃদঙ্গ’ এবং ‘হোয়েন ওবামা লাভ্ড ওসামা’ চলচ্চিত্র চারটি মুক্তি পাবে। জেএআর পিকচার্সের ব্যানারের সাসপেন্স থ্রিলার ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার থ্রি’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন রাহুল মিত্র এবং তিগমাংশু ঢুলিয়া। তিগমাংশু ঢুলিয়ার পরিচালনায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, জিমি শেরগিল, মাহি গিল, চিত্রাঙ্গদা সিং, সোহা আলি খান, কবির বেদি, নাফিসা আলি, দীপক তিজোরি এবং দীপরাজ রানা। রানা মজুমদার, অঞ্জন ভট্টাচার্য এবং সিদ্ধার্থ পÐিত সঙ্গীত পরিচালনা করেছেন। ‘হোয়েন ওবামা লাভ্ড ওসামা’ মুক্তি পাচ্ছে শেইপ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন জয়বিন্দ সিং ভাটি এবং চমন গুপ্ত। সুধীশ কুমার শর্মার পরিচালনায় কমেডি ফিল্ম ‘হোয়েন ওবামা লাভ্ড ওসামা’ ফিল্মে অভিনয় করেছেন মওসম শর্মা, স্বাতি বসু, লিলিপুট, রাহুল অবনা, অমৃতা আচার্য, মোহিত বাঘেল। সঙ্গীত পরিচালনা করেছেন কাশি রিচার্ড এবং ঋষভ জৈন। এই ফিল্মটি গত শুক্রবার মুক্তি পাবার কথা ছিল। উপরের দুটি ছাড়াও মুক্তি পাবে রিতেশ এস. কুমার প্রযোজিত ও পরিচালিত ড্রামা ফিল্ম ‘মৃদঙ্গ’; এতে অভিনয় করেছেন মনোজ কুমার রাও, রোজ লস্কর, আদিত্য সিং এবং মাজহার খান। এছাড়া এই শুক্রবার মুক্তি পাবে জয়েশ প্রধান পরিচালিত রোমান্টিক কমেডি ‘নওয়াবজাদে’, অভিনয় করেছেন পুনিত পাঠক, রাঘব জুয়াল, ধর্মেশ ইয়েলান্ডে এবং ঈশা রিখি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ