মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সমুদ্রপথে যে বা যারাই অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের চেষ্টা চালায়, তাদের আটক করে পাপুয়া নিউ গিনির মানস দ্বীপ কিংবা প্রশান্ত মহাসাগরের নাউরু দ্বীপে রাখা হয়। এ নীতি চালুর পাঁচ বছর পূর্তি উপলক্ষে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। নৌকায় করে বা অন্যান্য মাধ্যমে শরণার্থীদের অস্ট্রেলিয়ায় প্রবেশ ঠেকাতে ২০১৩ সালে ওই কঠোর আইন প্রবর্তন করেছিল ক্যানবেরা। রিফিউজি অ্যাকশন কোয়ালিশনের হয়ে সিডনিতে বিক্ষোভ আয়োজক ইয়ান রাইনতুল বলেন, “২০১৩ সালে সরকারের গৃহীত ‘অস্ট্রেলিয়াকে দুর্গ’ বানানোর নীতি বাদ দিতে হবে।” তিনি আরো বলেন, ‘মানস ও নাউরুতে আটক কেন্দ্র বন্ধের দাবিতে আমরা এখানে জমায়েত হয়েছি।’ সিডনিতে বিক্ষোভরত শত শত বিক্ষোভকারীকে ‘শরণার্থীদের মুক্ত করো’ শ্লোগান দিতে শোনা যায়। এ সময় তাদের হাতে বিভিন্ন শ্লোগানসংবলিত ব্যানার দেখা যায়, যাতে লেখা ছিলÑ‘পাঁচ বছর অনেক সময়, মানস ও নাউরুকে খালি করো।’ সিডনিসহ অস্ট্রেলিয়ার মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিজবেন, ক্যানবেরা ও পার্থেও বিক্ষোভ র্যালি আয়োজিত হয়েছে। ক্যানবেরা বলছে, এ নীতির মাধ্যমে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ামুখী হওয়া কিছুটা ঠেকানো যাচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।