Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতারের ক্লাবকে ফিফার জরিমানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

২০২২ সালের বিশ্বকাপ আয়োজক তেল সমৃদ্ধ ধনী দেশ কাতারের দু’টি ক্লাবকে অর্থদন্ড দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ রয়েছে। অর্থদন্ডের পাশাপাশি ক্লাব দু’টিকে দলবদলে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে বলেও সতর্ক করে দিয়েছে ফিফা। আল আরাবি স্পোর্টস ক্লাবকে ফিফা ৩০,০০০ সুইস ফ্রাঁ (২৫,৮০০ ইউরো) জরিমানা করার পাশাপাশি খেলোয়াড়দের বেতন পরিশোধ করার জন্য ৯০ দিন সময় বেঁধে দিয়েছে। ওই সময়ের মধ্যে তারা পাওনা পরিশোধ না করলে স্বয়ংক্রিয়ভাবে ছয় পয়েন্ট হারাবে এবং দুই দফা দলবদলের উপর নিষেধাজ্ঞার মধ্যে পড়বে।
এছাড়া আল খারাইতিয়াত অব কাতারকে জরিমানা করা হয়েছে ২৫,০০০ সুইস ফ্রাঁ এবং খেলোয়াড়দের বেতন পরিশোধের জন্য বেঁধে দেয়া হয়েছে ৬০দিন। ব্যর্থ হলে এই ক্লাবটিও স্বয়ংক্রিয়ভাবে ছয় পয়েন্ট হারানোর পাশাপাশি পড়বে দলবদলের নিষেধাজ্ঞায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ