রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গতকাল যশোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও সম্পাদকদের এক গুরুত্বপুর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। যশোর জেলা জমিয়াতের অফিসে বিভাগীয় আহ্বায়ক ও জেলা জমিয়াত সভাপতি আলহাজ উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের ২০১৯-২০২৩ মেয়াদের সকল পর্যায়ের নির্বাহী কমিটি গঠনের সর্বসন্মত সিদ্ধান্ত গৃহিত হয়। বক্তব্য রাখেন, জমিয়াতের কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, মাগুরা জেলা সভাপতি আলহাজ অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলাম ও খুলনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফি উদ্দীন।
সভায় কমিটি গঠন উপলক্ষে সম্মেলন সাতক্ষীরায় ১৭ সেপ্টেম্বর আব্দুর রাজ্জাক পার্কে, বাগেরহাটে ৩০ আগস্ট আলিম মাদরাসায়, যশোরে ৬ সেপ্টেম্বর হোটেল সিটি প্লাজায়, ঝিনাইদহে ৩০ আগস্ট সিদ্দিকিয়া কামিল মাদরাসায়, মাগুরায় ২০ সেপ্টেম্বর সিদ্দিকিয়া কামিল মাদরাসায়, নড়াইলে ১৩ সেপ্টেম্বর ইসলামিয়া ফাজিল মাদরাসায়, কুষ্টিয়ায় ৮ সেপ্টেম্বর কুয়াতুল ইসলাম কামিল মাদরাসায় , চুয়াডাঙ্গায় ৪ সেপ্টেম্বর ফাযিল মাদরাসায় ও মেহেরপুরে ৪ সেপ্টেম্বর দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হবে। জেলায় নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের ২কপি ছবি এবং তথ্য সংগ্রহ ফরম পুরণ করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় আহ্বায়সের নিকট জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।