মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেন্ট্রিস্ট ডেমোক্র্যাটিক ইন্টারন্যাশনালের পূর্ণাঙ্গ সদস্যপদ পেয়েছে। সেন্ট্রিস্ট ডেমোক্র্যাটিক ইন্টারন্যাশনাল আইডিসি-সিডিআই নামে বিশ্বব্যাপী পরিচিত।
গত বৃহস্পতিবার সেন্ট্রিস্ট ডেমোক্র্যাটিক ইন্টারন্যাশনালের নির্বাহী সেক্রেটারি এন্থোনিয় লপেজ ইস্তরিজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক চিঠিতে তাদের এ সিদ্ধান্তের কথা অবহিত করেন। এতে তিনি আরো উল্লেখ করেন গণতান্ত্রিক কার্যক্রমে তারেক রহমানের সক্রিয় অংশগ্রহণ বিশ্বব্যাপী গণতন্ত্রের হাতকে দৃঢ় ও মজবুত করবে। সেই সাথে বিশ্বব্যাপী সমৃদ্ধশালী সমাজ গড়ে তুলতে তাদের স্থায়ী প্রচেষ্টাকেও উৎসাহিত করবে।
গত ২৯ জুন ব্রাসেলসে অনুষ্ঠিত আইডিসি- সিডিআইর নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্যপদের আবেদনটি অনুমোদন লাভ করে।
বাংলাদেশে চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীদের গণতান্ত্রিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সেন্ট্রিস্ট ডেমোক্র্যাটিক ইন্টারন্যাশনাল বিএনপিকে এই পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদান করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।