Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি ইরানের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ইরানের স্বার্থ রক্ষা না হলে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় চ্যানেল প্রেস টিভি এ খবর স¤প্রচার করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে বৈঠক করেন রুহানি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, আইএইএর সঙ্গে সহযোগিতার যে সম্পর্ক রয়েছে, তা ভেবে দেখবে তাঁর দেশ। রুহানি বলেন, ইরান প্রমাণ করেছে, পরমাণু কর্মসূচি সব সময় শান্তিপূর্ণভাবে করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ছয়টি দেশের সঙ্গে ২০১৫ সালে পরমাণু চুক্তি করে ইরান। পরমাণু কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন ও স্বল্প সময়ের নোটিশে আইএইএর সফর অনুমতি দেয় দেশটি। রুহানি বলেন, বিশ্ব যদি পরমাণু চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে তেহরান ভেবে দেখবে যে তারা আইএইএকে সহায়তা করবে কি না। প্রেস টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ