মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) বিলুপ্তির দাবিতে যুক্তরাষ্ট্রব্যাপী তুমুল আন্দোলনের মধ্যেই মার্কিন ফেডারেল কোর্ট সোমবার এক রুলিংয়ে সীমান্ত অতিক্রমের পরই আশ্রয় প্রার্থীদের গ্রেফতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ফেডারেল কোর্টের জজ জেমস বোসবার্গ প্রদত্ত এই অস্থায়ী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এখন থেকে আশ্রয় প্রার্থীদের ঢালাওভাবে গ্রেফতার করে অনির্দিষ্টকালের জন্যে ডিটেনশন সেন্টারে আটক রাখা যাবে না। এই আদেশে বলা হয়েছে, রাজনৈতিক আশ্রয় প্রার্থনার সময় যদি সংশ্লিষ্ট ব্যক্তি প্রদর্শন করতে সক্ষম হন যে, তাকে নিজ দেশে ফেরৎ পাঠালে অবর্ণনীয় দুর্দশা অথবা প্রাণহানির ঝুঁকিতে পড়বেন, তাহলে তাকে প্যারলে মুক্তি দিতে হবে। তবে আবেদনকারীদের মধ্যে যারা ফাইটে ঝুঁকিপূর্ণ কিংবা সামাজিক অশান্তির কারণ বলে বিবেচিত হন, তাহলে তাদের আশ্রয়ের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আটক রাখা যাবে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের ইমিগ্র্যান্টস রাইটস প্রজেক্টের স্টাফ এটর্নী মাইকেল ট্যান বলেছেন, এই নির্দেশে এটাই প্রমাণিত হলো যে, নিজেদের তৈরি আইন নিজেরাই লংঘন করছিল হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় তথা আইসের প্রতিনিধিরা। প্রসঙ্গত, সা¤প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের নির্দেশে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত অতিক্রমকারীদের ঢালাওভাবে ডিটেনশন সেন্টারে রাখার ঘটনাবলিকে সংবিধানের পরিপন্থী হিসেবে অভিহিত করে আদালতের শরণাপন্ন হয় আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। বিদ্যমান আইন অনুযায়ী, নিজ দেশে নিরাপত্তাহীনতার জন্যে ভিটে-মাটি ও স্বজন ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যারা আশ্রয় প্রার্থনা করেন, তাদেরকে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্যারলে মুক্তি দেয়ার কথা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সে রীতি তোয়াক্কা না করে সকলকে গ্রেফতার করে অনির্দিষ্টকাল ডিটেনশন সেন্টারে রাখার অঘোষিত নির্দেশ জারি করেছেন। মামলার শুনানির সময় বাদিপক্ষের এটর্নী তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে আদালতকে অবহিত করেন যে, প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এসাইলাম প্রার্থীর ৯০ ভাগকেই প্যারলে মুক্তি দেয়া হত। কিন্তু ট্রাম্প আমলে সে হার ০% এ নেমে এসেছে। এনআরবি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।