Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় জমিয়াতুল মোদার্রেছীনের ইফতার মাহফিল

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বগুড়ার একটি অভিজাত রেঁস্তোরায় ‘মানবতার কল্যাণে পবিত্র মাহে রমজান” শীর্ষক এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠণের বগুড়া জেলা শাখার সভাপতি মাও: আব্দুল হাই বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ, বগুড়ার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার ও বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো। যুগ্ম সম্পাদক মাওঃ রেজাউল বারী বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই ইফতার ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক মাও: রাগেব হাসান ওসমানি, সিনিয়র সহ সভাপতি মাওঃ একেএম শাহীদুল ইসলাম, শেরপুর শহীদীয়া আলীয়া মাদাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওঃ হাফিজুর রহমান প্রমুখ। শুরুতে হামদে নাত পরিবেশন করেণ মাও: আব্দুল মোমিন। বক্তারা সবাই ইনকিলাব সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীনের যোগ্য নেতৃত্বে মাদরাসা শিক্ষকদের সকল দাবি দাওয়া পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তারা এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রাক্তন মন্ত্রী ও ইনকিলাবের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মাওলানা এম.এ.মান্নানের অবদানের কথা স্মরণ করেন ও তার রুহের মাগফেরাত কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়াও মাদরাসা শিক্ষা ও মাদরাসা শিক্ষকদের জীবন মান উন্নয়নে ব্যাপক কাজ করা হয়েছে। কাজেই আগামী নির্বাচনে সরকারের ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্যে সবার সহযোগিতা কামনা করেন। ইফতার মাহফিলে বগুড়ার ১২ উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের শেষে দেশ জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ