Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী জেলা জমিয়াতুল মোদার্রেছীনের ইফতার মাহফিল

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল গত মঙ্গলবার শহরের মিজান রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাও. ইয়াকুব ফারুকী সভাপতিত্ব করেন। জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাও. মো. ইউনুছের পরিচালনায় বক্তব্য রাখেন, জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি মাও. হোসাইন আহাম্মদ ভূইয়া, সেক্রেটারী মো. নুরুল আফছার ফারুকী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও.শাহ মো. ইয়াছিন, মাও.ফারুক আহম্মদ, মাও.কাজী নুরুল আলম, মাও. আলতাফ হোছাইন, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাছান লিটন, সমাজ কল্যান সম্পাদক আহছান উল্লাহ, তৈয়্যবিয়া নূরিয়া মাদরাসার সুপার মাও.আলী আহম্মদ প্রমুখ। ইফতার পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা উবায়দুল হক (রহঃ) প্রতিষ্ঠিত বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মরহুম মাওলানা আবদুল মান্নান (রহ.)-এর হাতে সুশোভিত হয়ে শুধু বাংলাদেশের মাদরাসা শিক্ষা নয় এ দেশের ইসলামী শিক্ষার জাগরণে এক অবিসংবাদিত ভূমিকা পালন করে মাদরাসা শিক্ষাকে দেশের জাতীয় শিক্ষায় অধিষ্ঠিত করেছেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এদেশের মাদরাসা শিক্ষকদের জন্য নিরবে নিভৃতে কাজ করে চলেছে। আমাদের যতো দাবিদাওয়া আছে সেগুলো নিয়ে কেন্দ্রীয় সংগঠনের নেতৃবৃন্দ সবসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আমাদের পূর্বসূরিরা যে উদ্দেশ্যে এ জমিয়াতুল মোদার্রেছীন প্রতিষ্ঠা করেছিলেন আমরা এ আদর্শ থেকে যদি একটু বিচ্যূত হই তাহলে আমাদের সে পাওয়া সুখের বিষয় না হয়ে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তারা বলেন, জমিয়াতুল মোদার্রেছীন মাদরাসা শিক্ষকদের প্রাণের সংগঠন, তাই এ সংগঠনকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। আমাদের স্বকীয় অবস্থা বহাল রেখে আগামী দিনের যে কোন দাবিদাওয়া আদায়ের আন্দোলন সংগ্রামে কঠিন ঐক্য নিয়ে এগিয়ে যেতে হবে। পরে মরহুম মাওলানা এম এ মান্নান ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ