Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে কলেজ অধ্যক্ষ খুন

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:৩১ এএম, ৬ জুন, ২০১৮

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলামের স্ত্রী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য, কলেজ অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সিকে হত্যা করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে শহরের ষোলঘর পাকা মসজিদ সংলগ্ন শেখ বাড়ি রোডে নিজ বাসায় তিনি খুন হন। এ ঘটনায় ফেন্সির স্বামী অ্যাড. জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত শাহীন সুলততানা ফেন্সীর বাবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার পর পুলিশ লাশ উদ্ধার করে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ ওলি জানান, ‘লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় জোরালো আঘাতে তার মৃত্যু হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের স্বামী অ্যাড.জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের ছোট ভাই ফোরকান উদ্দিন খান জানান, বোনকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় আঘাতের চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে রক্তমাখা ছিল। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়। নিহত শাহিন সুলতানা ফেন্সি ৩ মেয়ের জননী। নিহত শাহিন সুলতানা ফেন্সির আরেক ভাই মো. নাঈমুর রহমান খান বলেন অ্যাড. জহিরুল ইসলামের প্রথম স্ত্রী আমার বোন শাহিন সুলতানা ফেন্সি। তার অনুমতি না নিয়ে ৫ বছর আগে আরও একটি বিয়ে করে। বিষয়টি আমরা জানলেও বোন জামাতা প্রভাবশালী হওয়ার কারণে প্রতিবাদ করতে পারেনি। কারণ, আমার ৩টি ভাগ্নি রয়েছে। আমার বোনকে অ্যাড. জহিরুল ইসলাম হত্যা করেছে। ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সী মহিলা আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আহŸায়িকা হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৯৯২-১৯৯৮ পর্যন্ত। তিনি জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর-এর চেয়ারম্যান ছিলেন ১৯৯৬-২০০১ পর্যন্ত। বেগম আইভী রহমান ও অধ্যাপিকা খালেদা খানম-এর নেতৃত্বাধীন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার মহিলা সম্পাদিকা ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ