Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রহণযোগ্য লোক নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করুন : অলি আহমদ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র সভাপতি ও সাবেক মন্ত্রী ড. কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, গ্রহণযোগ্য সৎ নিরপেক্ষ লোক নিয়ে নির্বাচন কালীন সরকার গঠন করতে হবে। এ সরকার গঠনের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য কারাভোগ করেছেন। অথচ তারই কন্যা শেখ হাসিনা এখন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ব করেছে। দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। মানুষ শান্তিতে নেই। সারাদেশ এখন ইয়াবার রাজত্বে পরিণত হয়েছে। সারাদেশে আ’লীগের এমপি মন্ত্রীরা লুটপাট করার কারণে দেশ এক অরাজক পরিস্থিতির শিকার হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে না পারলে ভবিষ্যতে মানুষের জীবন ভয়াবহ আকারে রুপ নিবে। গতকাল (সোমবার) গাজী কনভেনশন হলে আয়োজিত পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহ্ফিল ও আলোচনায় সভায় বক্তৃতা দেয়া কালে প্রধান অতিথির বক্তবে কর্ণেল (অব:) অলি আহমদ উপরোক্ত কথাগুলো বলেন। পটিয়া উপজেলা এলডিপি’র সভাপতি মো. মনছুর আলম ও পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক রাশেদ কবির আরমানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান বক্তা ছিলেন এলডিপি’র কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এম এয়াকুব আলী। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন এলডিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি এম সলিম উল্লাহ, কেন্দ্রীয় এলডিপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট কপিল উদ্দীন। সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা এলডিপি’র সভাপতি নুরুল আলম তালুকদার, প্রমুখ।
প্রধান অতিথি কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম পটিয়া আসনে এলডিপি’র কেন্দ্রীয় শিল্প বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এম এয়াকুব আলীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেয়ার ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রহণযোগ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ