বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীরা এখন পুলিশ আতঙ্কে। বেশিরভাগ নেতাকর্মীরাই এখন তাদের বাড়িঘর ছাড়া। গত বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী পালনের পর বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি আতঙ্ক আরো বেড়ে গেছে। বুধবার রাতে মডেল থানার কলাতিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি জালাল মাদবর ও সেক্রেটারি রিপন খানকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায় বুধবার কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে খিচুরী ও ইফতার সামগ্রী রান্নার আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা। কিন্তু পুলিশি বাঁধারমুখে বিএনপির শাহাদাৎ বাষিকী পালন কর্মসূচি পন্ড হয়ে যায়। পুলিশ বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে হাড়ি-পাতিল ও রান্নার খাদ্য উপকরণ জোড়পূর্বক কেড়ে নিয়ে যায় এবং নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালমন্দ করে। পুলিশ এই ঘটনা ঘটিয়েই ক্ষান্ত হয়নি; তারা বুধবার রাতে প্রতিটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তালিকা অনুযায়ী অভিযান চালায়। পুলিশ কেরানীগঞ্জ শ্রমিক দলের সেক্রেটারি মোঃ আব্বাসের বাড়ি, কলাতিয়া ইউনিয়নের কৃষকদলের সেক্রেটারি শমশের আলীর বাড়ি, কলাতিয়া ইউনিয় বিএনপির সভাপতি মোঃ চান মিয়ার বাড়ি ও কলাতিয়া ইউনিয় ছাত্রদলের সেক্রেটারি মোঃ জুয়েলের বাড়িতেও অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন মামলা ফাঁসিয়ে দেয়ার কথা বলে হুমকি দিয়ে আসে। অনেক নেতাকর্মীরাই এখন পুলিশের ভয়ে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতাকর্মীরা জানান, কেরানীগঞ্জ মডেল থানায় দীর্ঘদিন যাবত কর্মরত কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারাই তাদের এই রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাঁধা দিয়েছে এবং তাদের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।