Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদযাত্রায় অংশ নিতে বাড্ডায় জড়ো হলেন বিএনপির নেতাকর্মীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ৪:৪০ পিএম | আপডেট : ৪:৪১ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৩

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে আয়োজিত পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।শনিবার দুপুর ১টার পর থেকে রাজধানীর বাড্ডা সুবাস্ত ভ্যালির সামনের সড়কে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীদের উপস্থিতির কারণে সড়কে একপাশে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি-ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুবাস্ত ভ্যালি মার্কেটের সামনে অস্থায়ী মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ছবি সম্বলিত ব্যানার। এই সময় তাদের খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। অন্যদিকে বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাড্ডার সুবাস্তু ভ্যালি থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। তার আগে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। আর পদযাত্রাপূর্ব সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ