Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিএনপির গণসমাবেশ অভিমুখে জনতার স্রোত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ২:০১ পিএম | আপডেট : ২:০৯ পিএম, ১২ অক্টোবর, ২০২২

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে বিএনপির গণ সমাবেশে যোগ দিতে পাড়া মহল্লা থেকে মিছিল শুরু হয়েছে। বুধবার দুপুরের আগেই সমাবেশ মুখী হতে থাকেন নেতা কর্মী ও সমর্থকরা। চট্টগ্রাম সহ এ বিভাগের বিভিন্ন জেলা উপজেলার নেতা কর্মীরা বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন যোগে মিছিল করে সমাবেশে আসছেন। মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে পলোগ্রাউন্ড ও আশপাশের এলাকা। খালেদা জিয়া, তারেক রহমানের ছবি, ব্যানার ফেস্টুন নিয়ে নেতা কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। আনুষ্ঠানিক ভাবে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছ পুরো ময়দান। নেতা কর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত পুরো এলাকা। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও এই অঞ্চলের আট জেলার নেতা কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন ।

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, ৫ নেতা হত্যার প্রতিবাদে ১০ বিভাগীয় শহরে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজ চট্টগ্রামে গণসমাবেশের মাধ্যমে শুরু হচ্ছে দুই মাসব্যাপী এই কর্মসূচি। চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে বেলা ২টায় শুরু হবে এ সমাবেশ। এক দশক পর আন্দোলন-সংগ্রামের নগরী চট্টগ্রামে বড় ধরনের শোডাউনের ব্যাপক আয়োজন সম্পন্ন হয়েছে। বন্দরনগরীসহ এ অঞ্চলের ১০টি সাংগঠনিক জেলার নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যোগ দেবেন এ সমাবেশে। বিএনপি নেতারা বলছেন, বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। এ কর্মসূচি হবে দেশে চলমান গণআন্দোলনের টার্নিং পয়েন্ট। লাখো জনতার গণসমাবেশ থেকে সরকারকে চরম বার্তা দেয়ার আভাস দিয়েছেন দলের নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপির গণসমাবেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ