Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল নেতা হত্যার ঘটনায় নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ৫:০০ পিএম

 ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া হত্যার প্রতিবাদ, দেশব্যাপী দমনপীড়ন, গণগ্রেপ্তার ও নেতকর্মীদের বাড়িতে তল্লাশির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি অংঙ্গ ও সহযোগি সংগঠনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। এরআগে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে সভাস্থলে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকে দলের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি’র সভাপতিত্বে ও বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান।

বক্তারা, ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সরকারের কর্মকা-ের সমালোচনা করেন। একই সাথে সরকার পতনের আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপির বিক্ষোভ

১১ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ