Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈঠক বাতিলে হতাশ আন্তর্জাতিক সম্প্রদায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ৮:৫৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার নির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দেওয়ায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। আলোচনার দুয়ার খোলা রেখে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন তারা। বৃহস্পতিবার উনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, ট্রাম্পের সিদ্ধান্তে তিনি ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন। বৃহস্পতিবার জেনেভা বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংক্রান্ত নতুন এজেন্ডা উপস্থাপন করতে গিয়ে গুতেরেস বলেন, ‘সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল হওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে লিখেছে, ‘ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে ১২ জুন নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় সিঙ্গাপুর হতাশ। সিঙ্গাপুর আশা করে কোরীয় উপদ্বীপে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং সংলাপ অব্যাহত থাকবে।’ ট্রাম্পের সিদ্ধান্তে হতাশা জানিয়েছে যুক্তরাজ্যও। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী থেরেসা মে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘১২ জুন ট্রাম্পের সঙ্গে কিমের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা আর হচ্ছে না শুনে আমরা হতাশ হয়েছি।’ রাশিয়া সফরে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, তিনি আশা করেন, ‘ট্রাম্পের এ বক্তব্যটি চলমান সংলাপ প্রক্রিয়ার একটি ত্রুটিমাত্র।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে আলোচনা আবারও শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ম্যাখোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমরা বৈঠকের ওই পদক্ষেপকে কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রমমনের একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছিলাম। ভেবেছিলাম, এর মধ্য দিয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ পর্বের সূচনা হবে।’ ট্রাম্প ও কিমের মধ্যে আরও বেশি করে সরাসরি ও নিবিড় আলোচনার উপর জোর দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন। তিনি বলেন, বৈঠক বাতিল হয়ে যাওয়ার কারণে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোরীয় উপদ্বীপের দেরি করা ঠিক হবে না। রয়টার্স, বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প-কিম

১৪ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ