Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০০ টাকার ব্লুটুথ স্পিকারের জন্য সহপাঠীকে খুন

গ্রেফতারকৃত রাসেলের চাঞ্চল্যকর তথ্য

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মাত্র ২০০ টাকা দামের একটি চাইনিজ বøুুটুথ স্পিকারের জন্য খুন হতে হলো আশরাফুল আলম জাহিদ নামে এক শিক্ষার্থীকে। এ ঘটনার পর প্রধান আসামি মোহাম্মদ উল্লাহ রাসেল আত্মগোপন করতে বাগেরহাটে চিল্লায় যায়। গত শনিবার গভীর রাতে বাগেরহাট থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি-ডিবি) উত্তর বিভাগ। গত ২ মে রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী জাহিদকে হত্যা করে তার কলেজের সিনিয়র সহপাঠী মোহাম্মদ উল্লাহ রাসেল। গ্রেফতারের পর শনিবার রাতভর রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে এবং হত্যাকান্ডের ব্যবহৃত ছুরিটি কাফরুলের পুলপাড় ব্রিজের নিচের নর্দমা থেকে উদ্ধার করা হয়। ডিবির জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, জাহিদের সঙ্গে রাসেলের বøুুটুথ স্পিকার নিয়ে বাদানুবাদ হয়। এক পর্যায়ে জাহিদকে ছুরিকাঘাত করে। জাহিদকে বাঁচাতে এগিয়ে আসা হাসান, রিয়াজ ও বিপ্লবকেও ছুরি দিয়ে আঘাত করার কথা স্বীকার করে রাসেল। হত্যাকান্ডের পরপরই আত্মগোপনের উদ্দেশ্যে নিজের নাম পরিবর্তন করে ছদ্মনামে ৪০ দিনের চিল্লায় তাবলিগ জামায়াতে অংশ নেয়। এ ঘটনায় জাহিদের বাবা ঘটনার দিন ভাটারা থানায় একটি হত্যা মামলা করেন। এরপর মামলার ছায়া তদন্ত শুরু করে ডিবি। জাহিদকে জিজ্ঞাসাবাদের পর জাহিদকে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করবে ডিবি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ