Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেন কংক্রিটের কবরে রাখা হয়েছিল আমাকে -আলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ৯:৫৪ পিএম

১৩ বছর যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি জীবন কাটিয়েছেন কাতারের নাগরিক আলি আল-মাররি। পড়াশুনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে গ্রেফতার হন ৯/১১-এর ঘটনায় সন্দেহভাজন হিসেবে। বন্দিদশায় ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন আলি আল-মাররি। তার ভাষায়, ‘আমাকে সমকামের হুমকি দেওয়া হচ্ছিল। স্ত্রীকে ধর্ষনের হুমকি দেওয়া হচ্ছিল। জানতাম আমার কোনও অধিকার নেই। আমার সেলে ছয়টি ধাপ ছিল। হাঁটু ভেঙে ঘুমাতে হতো। কখন দিন আর কখন রাত, তা দেখতে পেতাম না। মনে হতো যেন কংক্রিটের কবরে রয়েছি। আমি জানি যুক্তরাষ্ট্রনরা ক্ষুব্ধ। কিন্তু সেটি তাদের আমার সঙ্গে এমন আচরণের অধিকার দেয়নি। পরীক্ষার সময় আপনার নৈতিকতা ও মান পরিবর্তন করা উচিত নয়। দুর্ভাগ্যবশত, সেই সময়ে আপনি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী। যুক্তরাষ্ট্রন বিচার ও সংবিধানের যাবতীয় গর্জন, আস্ফালন জানালার বাইরে চলে যায়। মনে হতো, তারা আমাকে গুলি করবে, ঝুলিয়ে দেবে।’ অনিদ্রা, জিজ্ঞাসাবাদ ও নিঃসঙ্গতার মুহূর্তগুলো পর্যবেক্ষণ করা হতো নজরদারি ক্যামেরার মাধ্যমে। ২০০৪ সালের ১১ মার্চ জিজ্ঞাসাবাদে নির্যাতনের অংশ হিসেবে তার গলায় মোজা ঢুকিয়ে দেওয়া হয়। হাত-পায়ে বেড়ি পরা অবস্থায় ফিতা দিয়ে মাথা প্রায় আবৃত করে ফেলা হয়। তার ভাষায়, ‘আমি শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিলাম, মারা যাচ্ছিলাম।’ নৌ ব্রিগেডটির ১১ মার্চের নথি অনুযায়ী, কোরআনের আয়াত শোনার হতাশা থেকে মুখে ফিতা বেঁধে দেওয়া হয়। ওয়েবসাইট।



 

Show all comments
  • Nannu chowhan ১৪ মে, ২০১৮, ১২:১৬ পিএম says : 0
    Ashcharjo lage eai usa abar shara bishshe manoboodhikarer rokkhok bole ddabi kore !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ